সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক। / ৩২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আবির হোসেন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

কালিবাড়ি-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে সোমবার ৩ জানুয়ারী সকাল সাড়ে ১১ টার সময় এই আঞ্চলিক  সড়কে দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই শিশু উপজেলার পৌর শহরের ঝিকিড়া কালিবাড়ি মহল্লার দলিল লেখক রিগান এর দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা আমারজমিনকে জানান নিহত আবির বাসার সামনে রাস্তার পাশে অন্যান্য সঙ্গীদের সাথে খেলা করছিল।এমন সময় বালুবাহী একটি ট্রাক বালু নিয়ে বাড়ুইয়া ব্রীজের দিকে যাচ্ছিল।ঝিকিড়া কালিবাড়ি মহল্লার রিগানের বাড়ীর সামনে শিশুটি ট্রাকের নিচে চাপা পরে গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

এ ঘটনা সত্যতা নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালকে আটক করা হয়েছে। নিহত আবিরকে উদ্ধার পূর্বক স্বজনদের জিম্বায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার কাজ শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর