শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন মাহিনের।

মোঃ নাসিরুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নাম মনিরুজ্জামান মাহিন। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক সুজাউদ্দৌলা ও গৃহিণী মমতা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। ছোট বেলা থেকে দুরন্ত চঞ্চল মাহিনকে বসে আনতে তার বাবা প্রাইমারির গন্ডি পেরুনোর সাথে সাথে ছেলেকে নিজের কর্মক্ষেত্র শাহবাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান। বাবার স্বপ্ন- দুষ্ট ছেলেটা পড়াশোনায় মনোযোগী হয়ে এসএসসিতে ভালো ফলাফল করবে। বড় হয়ে মানুষের মত মানুষ হবে। ছেলে হবে- ডাক্তার কিংবা ইন্জিনিয়ার! বাবার স্বপ্নকে হেলাফেলা করেননি মাহিন। তিনি শাহবাজার উচ্চ বিদ্যালয় হতে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছেন। তার এ কৃতিত্বে খুসি তার বাবা-মা, স্কুলের শিক্ষকসহ এলাকার সবাই। কাঙ্খিত ফলাফল প্রাপ্তিতে খুসি মাহিন নিজেও। এসএসসি তে জিপিএ-৫ পেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
মাহিন বলেন, আমি ছোট বেলা থেকে পড়াশোনার চেয়ে খেলাধূলায় বেশি আগ্রহী ছিলাম। বাবা-মা আমার লেখা পড়ার বিষয়ে চিন্তিত ছিল। আমাকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য বলতেন। আমার স্কুলের শিক্ষকগনও আমাকে বোঝাতেন। আমাকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নের কথা বলতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। আমি তাঁদের উপদেশ পালনের চেষ্টা করি এবং লেখাপড়ায় মনোযোগ দেই। শিক্ষকদের নির্দেশ মত লেখাপড়া করে আল্লাহ রহমতে আমি এ প্লাস পেতে সক্ষম হয়েছি। আমার এ অর্জনে স্যারদের যথেষ্ট অবদান রয়েছে। বাবা-মা ও স্কুলের স্যারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
মাহিনের বাবা জানান, মাহিন চঞ্চল ও দুষ্ট হলেও ছোটবেলা থেকে সে মেধাবী ছিল। আমরা সবসময় তার লেখাপড়ার বিষয়ে সক্রিয় দৃষ্টি রেখেছি। আল্লাহর রহমতে আমাদের মনের আশা পূরণ হয়েছে। ভবিষ্যতে মাহিন যেন সফলতার এ ধারা অব্যাহত রাখতে পারে সেজন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।
মাহিনের স্কুল(শাহ বাজার উচ্চ বিদ্যালয়) এর প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, এসএসসিতে মাহিন জিপিএ- ৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। তার এ প্রাপ্তি তাকে  ভবিষ্যতে সফল হতে অনুপ্রেরণা যোগাবে। মাহিনের জন্য সর্বদা দোয়া ও শুভকামনা রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর