শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

কলাপাড়ায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তোলপাড়।

সৈয়দ মোঃ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ / ২২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রধান শিক্ষকের যোগসাজসে সাবেক সভাপতি কমিটি গঠনের সকল নীতিমালা ভঙ্গ করে নিজের স্ত্রী মাহাফুজা বেগমকে সভাপতি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এনিয়ে ক্ষুদ্ধ অভিভাবক মহল অনিয়ম তান্ত্রিক উপায়ে গঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ও বিদ্যালয়ের নীতিমালা অনুসরন করে ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রালয়ের সচিব বরাবর আবেদন করেছেন।

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক হারুন হাওলাদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিছু পদ্ধতি অনুসরন করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব কিছু গোপনে সম্পন্ন করেন। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির ভোটার তালিকা, তফসিল ঘোষনা, মনোনয়ন পত্র বিতরন সকল প্রক্রিয়া করা হয়েছে গোপনে। এ কারনে তারা নির্বাচনে অংশ করতে পারেননি।
অপর অভিভাবক মো.হানিফ বলেন, আমার ছেলে ওই বিদ্যালয়ে লেখা পড়া করে। তবে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন কবে হয়েছে, এমনকি কমিটির সভাপতির নাম পর্যন্ত জানিনা। কয়েক দিন আগে শুনেছি গোপনে সাবেক সভাপতি মকবুল দফাদারের স্ত্রীকে কমিটির সভাপতি বানিয়েছে।

আবদুল ছত্তার হাওলাদার বলেন, এই সদ্য ঘোষিত কমিটি বাতিল করে। বিদ্যালয়ের উন্নয়নের সার্থে সকলকে নিয়ে একটি সুন্দর, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি কমিটি গঠন করা হোক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো.দুলাল হোসেন বলেন, বিদ্যালয়ের দপ্তরি আবদুল হক স্বাক্ষর নিতে আমার বাড়িতে আসে। স্বাক্ষর দেয়ার কারন জানতে চাইলে দপ্তরি বলে স্কুলের ম্যানেজিং কমিটি হয়ে গেছে আপনাকে সদস্য হিসাবে রাখা হয়েছে এজন্য স্বাক্ষর লাগবে। আমি হতবাক হয়ে বলেছি কমিটি যখন হয়ে গেছে তাহলে স্বাক্ষর দেয়ার প্রয়োজন কি?

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবির্মল সরকার বলেন, শ্রেনিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের জানিয়ে বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। তবে বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতির নাম জানতে চাইলে তিনি বলেন আমার খেয়াল নাই।
স্কুলের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, প্রধান শিক্ষক আমাদের ক্লাসে এসে বলেছেন তোমাদের কাছে কোন অফিসার ক্লাসে এসে ম্যানেজিং কমিটির ব্যপারে জানতে চাইলে তোমরা বলবা আমাদের বিদ্যালয় প্রতিবছর যেভাবে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয় সেভাবেই হয়েছে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জান্নাতি বলেন, স্যার ক্লাসে এসে কমিটি গঠনের ব্যাপারে এসব কথা শিখিয়ে দিয়েছেন। এবং তোমরা বাড়ি যাবার পথেও যদি কোন লোক জানতে চায় তাহলে বলবে আমাদের জানিয়ে ম্যানেজিং কমিটি গঠন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান বলেন, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ইতোপূর্বে সম্পন্ন হয়েছে। এই কমিটি গঠন ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর