শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

বাঙলা কলেজ শাখা বাঁধনের নতুন কমিটি গঠন। 

মোঃ হোসাইন ইসলাম,সরকারী বাঙলা কলেজ প্রতিনিধিঃ / ২৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাধন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে  ক্যাম্পাসের হল রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের মো সফরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান হাসান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ মাহফুজুর রহমান, সহ-সভাপতি-২ সিনথিয়া আক্তার, সহ-সাধারণ সম্পাদক- হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক-কে.এম জুবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম , কোষাধ্যক্ষ- লিটন হোসেন, দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক- সুমন হোসেন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক- শেখ তানসেন, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম আকাশ, সিফত ফারজানা মৌনতা, বিল্লাহ হোসেন, সামানিয়া জান্নাতি মুন,লিয়াকত ইসলাম,  জোনাল প্রতিনিধি আসিফ আলমগীর।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসিফ আলমগীর সায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান, উপধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাধনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈন সরকার বাপ্পি, ঢাকা সিটি জোনের সভাপতি আতিকুর রাহিমসহ প্রমুখ।
এসময় বক্তারা মানবতার সেবায় বাধনের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বাধন একটি রক্তদাতাদের সংগঠন হলেও মানবতার বিভিন্ন পর্যায়ে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা ভবিষ্যতেও এই মহতি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন ‘বাধন’। সেই থেকে বাধন  মুমূর্ষুদের প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর