শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শিক্ষককে হত্যার চেষ্টা;প্রতিবাদে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক। / ৩০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে এমন অভিযোগ উঠেছে একই স্কুলের ক্রিড়া শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ করেছে ভূক্তভূগি শিক্ষকের পরিবার।অভিযুক্ত ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামের শাস্তির দাবিতে স্কুল মাঠে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার সময় উল্লেখিত স্কুল মাঠে গ্রামের আংশিক ও ভুক্তভোগীর স্বজনের মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতিসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

ঘটনাসূত্রে জানা যায় গত ৫ জানুয়ারি সহকারি শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন এবং তার ভাউচারটি প্রধান শিক্ষকের কাছে জমা দেন।কিন্তু ভাওচারে উল্লেখ করা ব্যয় প্রধান শিক্ষক সন্দহের বসভূত হয়ে দোকান গুলোতে খোঁজ নিয়ে জানতে পারেন ভাওচারে ব্যয় বেশি ধরা হয়েছে।বিষয়টি নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করেন প্রধান শিক্ষক।

সমালোচনার বিষয়টি ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম জানতে পেরে প্রথমে ক্ষিপ্ত হয়,কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রধান শিক্ষককে চড় থাপ্পড় দেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টিকে হত্যার চেষ্টার অভিযোগ এনে প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

গ্রামের সচেতন মহল ও সাবেক শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন বিষয়টি নিয়ে শিক্ষকমহাদ্বয়গণ কাঁদা ছড়াছড়ি না করে সুষ্ঠু বিচারের মাধ্যমে নিঃষ্পত্তি করে নিলে উভয় পক্ষের জন্য মঙ্গল জনক হবে। শিক্ষকতা মহান পেশা তাদের মধ্যে এমন ঘটনা উদ্বেকের বিষয় বলে নিন্দা জ্ঞাপন করেছেন তারা। শিক্ষক সাইফুল ইসলামের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ হাবিবুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যা চেষ্টা করা হয়েছি মর্মে রহিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে বিবাদীকে আটকের জোড় চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর