শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ২০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

রাজশাহীর বাঘায় প্রান্ত কুমার সরকার  (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রান্ত কুমার সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রামপুর গ্রামের ষষ্ঠি মহন সরকারের ছেলে।
শনিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রান্ত কুমার সরকার  উপজেলা শাহদৌলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে প্রান্ত কুমার কারো সাথে কোন কথা বলতো না। এমনকি পরিবারের লোকজনের সাথেও না। সে মানষিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ির বাইরে পরিবারের লোকজন সাংসারিক কাজ করছিল। এ সময় তাঁর নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে  কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর