শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বাঙলা কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটিকে বাকসাস‍‍’র শুভেচ্ছা।

মোঃ হোসাইন ইসলাম, সরকারী বাঙলা কলেজ প্রতিনিধিঃ / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সরকারি বাঙলা কলেজ শিক্ষক প‌রিষদের নব-‌নির্বা‌চিত ক‌মি‌টিকে ফুল দি‌য়ে শুভেচ্ছা জা‌নিয়েছে বাঙলা কলেজ সাংবাদিক স‌মিতি (বাকসাস)।
রোববার (৯ জানুয়া‌রি) সকালে বাঙলা কলেজ সাংবা‌দিক সমি‌তির সভাপ‌তি নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এ সময় নব-‌নির্বা‌চিত ‌সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী বলেন, এবারের শিক্ষক পরিষদ নির্বাচনে বাকসাস’র ভূমিকা ছিলো প্রশংসনীয়। এছাড়া ক্যাম্পাসে সকল কার্যক্রমে তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। বাকসাস’কে ধন্যবাদ জানাচ্ছি। তাদের যেকোন সহযোগিতায় শিক্ষক পরিষদ পাশে থাকবে।
বাকসাসের সভাপতি নাজমুল হোসেন বলেন, বাকসাস শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণ ও কলেজস্থ নানামুখী কার্যক্রমে সম্পৃক্ত থেকেছে। নতুন শিক্ষক পরিষদকে সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, নতুন এই পরিষদ শিক্ষার্থী-শিক্ষকদের হৃদ্যতাপূর্ণ সমন্বয়ে অনুঘটক হিসেবে কাজ করবে।
এ সময়ে শিক্ষক প‌রিষদের নব-‌নির্বা‌চিত যুগ্ম-সম্পাদক ড. সিকান্দার আলী ভুঁইয়া, দপ্তর সম্পাদক  সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হুদা, বিনোদন ও ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ গাইন, অধ্যাপক প্র‌তি‌নি‌ধি হিসেবে ড. শা‌হীনারা বেগম, সহকারী অধ্যাপক প্র‌তি‌নি‌ধি নাস‌রীন আক্তার ও প্রভাষক প্রতি‌নি‌ধি আ‌মিনুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর