স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের দায়ের করা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৯ জানুয়ারি২২) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।
এর আগে,গত ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন করেন। বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বাবুল। এ ঘটনায় দুই মামলা আদালতে চলতে পারে না। আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবো।
Post Views: 271