শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

বেগুন চাষে লাভের আশা করছে সবজি চাষীরা।

নিজস্ব প্রতিবেদক। / ২৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে বেগুনের ফলন কম হলেও দাম পাওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটে উঠেছে।

আবহাওয়া অনুকুলে না থাকায় চলতি মৌসুমে সবজি চাষিরা চিন্তিত হয়ে পড়েছিলো।এখন ঘন কুয়াশার কালো মেঘ কেটে গিয়েছে রোদের ঝিলিক দেখা দিয়েছে।এতে কৃষকের মনে আনন্দের জোয়ার বইছে। উপজেলার সব অঞ্চলের কৃষক কম বেশি বেগুন চাষ করেছে।

চলতি মৌসুমে উপজেলার বেতিল চর এলাকার কয়কজন সবজি চাষী জানান তাদের বেগুন চাষের অজানা আত্মকথা। তার মধ্যে শাজাহান মিয়া বেগুন চাষ করে সবার দৃষ্টি কেড়েছে।

তিনি আমারজমিনকে জানান এ বছরে তিনি এক বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন।

জমি প্রস্তুত,বেগুনের চারা রোপণ, সার,কিটনাশক, পানি সেচসহ উত্তোলন পর্যন্ত বিঘাপ্রতি তার ১৪/১৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন কম হলেও দাম ভাল হওয়ায় খুশি সবজি চাষীরা। প্রতি সপ্তাহ গড়ে ৪/৫ মণ বেগুন উত্তোলন করা যায়। স্থানীয় হাট বাজারে বর্তমানে ১১০০/১২০০ মণ দরে বিক্রি করা যায়। এ বছর বেগুন চাষ করে ৪০/৪৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর