সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় মুদির দোকানে আগুন;পুড়ে ছাই হয়েছে মালামাল।

নিজস্ব প্রতিবেদক। / ৩১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মুদির দোকানে আগুন লেগে প্রায় ১৪/১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের আব্দুল হাই প্রামাণিক এর মুদির দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

১১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে তার দোকানে আগুনের সূত্রপাত ঘটে। রাত ও বৈদ্যুতিক এর কারনে মানুষ আগুন নিভানোর কাজে সম্পৃক্ত হতে পারেননি।সে জন্য ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এলাকার মধ্যে সবচেয়ে বড় আব্দুল হাইয়ের মুদির দোকান। দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ লক্ষকরে দেখি দোকানের ভিতর থেকে আগুন উপরের দিকে দাঁও দাঁও করে জ্বলে ওঠছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ও তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দোকান ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।দোকানে থাকা কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

তিনি আরোও জানান সবমিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগস্ত পরিবার সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

উল্লাপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার ছরোয়ার খান জানান সোমবার রাত সাড়ে ৯ টার সময় স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। বিদ্যুৎ থেকে আগুনের উৎপত্তির কারনে এলাকার জনসাধারন আগুন নিভানোর কাজ করতে পারেনি বিধায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর