শনিবার, ১৭ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ছাতকে গৃহবধূকে ধর্ষণ ; পলাতক আসামী ঢাকায় গ্রেপ্তার।

মোঃফজল উদ্দিন ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ / ২৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের ছাতকে গৃহবধূকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পু‌লিশের সদস্যরা।

গত সোমবার রাতে ছাতক থানা পু‌লিশ উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে ঢাকা উওরার ৭ নম্বার সেক্টর এলাকা থেকে ফরহাদ আহমদ (৩৫)‌কে আটক করে পু‌লিশ।সে উপজেলার সদর ইউ‌নিয়নের কা‌জিহাটা গ্রামের মৃত হা‌জি সমর আলীর ছেলে।

জানা যায়,উপজেলার সদর ইউ‌নিয়নের কা‌জিহাটা গ্রামের ‌দিনমজুর আব্দুল কাহারের স্ত্রী নেওয়ারুন খাতুন(২২) নামের গৃহবধূকে গত ৬ নভেম্বর দুপু‌রে বা‌ড়ি‌তে একা পে‌য়ে ফরহাদ তার ঘ‌রে প্রবেশ ক‌রে পিছন দিকে গৃহবধুকে ঝাপ্টা মেরে ধরেই দু’জনের ম‌ধ্যে ধস্তাধ‌স্তির পর চিৎকার করলে গৃহবধুকে মার‌পিট ক‌রে খাটের উপর ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। যাবার সময় বলে এ ঘটনা কাউকে বলে সহপ‌রিবার হত‌্যার করা হুম‌কি দিয়ে চলে যায়।

এঘটনায় ধ‌ষিতা গৃহবধু বাদী হয়ে গত ৬ নভেম্বর থানায় এক‌টি অ‌ভিযোগ দায়ের ক‌রলে পু‌লিশ তদন্ত করে গত ২১ নভেম্বর থানায় নারী ও‌ শিশু নিযাতন দমন আইনে মামলা রুজু করেন।

এব‌্যাপারে তদন্তকা‌রি এস আই আনোয়ার হোসেন এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলে আসামী ফরহাদ আহমদের বিরুদ্ধে একা‌ধিক নারী নিযাতনের অ‌ভিযোগ রয়েছে।

এব‌্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত ও‌সি মিজানুর রহমান জানান,আটকের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলে আসামী ফরহাদ গত মঙ্গলবার দুপু‌রে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর