শনিবার, ১৭ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

রামগঞ্জের লামচরের চেয়ারম্যান জিসানসহ ৩১ জনকে গ্রেফতার।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফয়েজ উল্লাহ জিসানসহ ৩১জনকে গ্রেফতার করা হয়েছে।১১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা চীফ জুডিশিয়াল রামগঞ্জ আমলি আদালতের তাঁরা স্বেচ্ছায় জামিন চাইতে গেলে বিচারক মোঃ আনোয়ার হোসেন তাদের জামিন নামঞ্জুর করে সিডব্লিই মুলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ আমলি আদালতের আইনজীবি খোরশেদ আলম।

জানা যায়,তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছরের ২৮ নভেম্বর। কিন্তু নির্বাচনের পূর্বে ২৪ নভেম্বর লামচর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মাহেনারা পারভিন পান্নার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়েজ উল্লাহ জিসানসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক উপাদান আইনে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পরবর্তিতে ২৮ তারিখ নির্বাচনে ইউনিয়নবাসী তাদের প্রত্যাক্ষ্য ভোটে ফয়েজ উল্লাহ জিসানকে চেয়ারম্যান নির্বাচিত করেন এবং হাইকোর্ট ৪ সপ্তাহ আগাম জামিন পান। আগাম জামিনের মেয়াদ শেষে স্বেচ্ছায় জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর