রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শপথ নিলেন ১৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি। / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ টি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত ১৯ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি)সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়।

স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
সুমাইয়া সুলতানা এ্যানি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ১৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। পরে চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন,জেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম(শফি),বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ইউনিয়ন পরিষদের সচিব,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর