রবিবার, ১১ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বাঘায় পঞ্চম দিনে কভিড-১৯ টিকা পেল ১৭ টি বিদ্যালয়ের ২৩০০ শিক্ষার্থী।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

রাজশাহীর বাঘায় উদ্ধোধনের পরে পঞ্চম দিনে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কভিড-১৯ টিকা প্রদান হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) উপজেলা বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মাহমুদুর রহমান খান জানান, উপজেলায় পঞ্চম দিনে কভিড-১৯ টিকা গ্রহনে ১৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। স্কুল গুলো হলো তেঁথুলিয়া মাধ্যামিক বিদ্যালয়, তেঁথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নওটিকা উচ্চ বিদ্যালয়, বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়, হরিনা মাধ্যমিক বিদ্যালয়,সোনাদহ উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, তেঁপুকরিয়া উচ্চ বিদ্যালয়, ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়, অমরপুর ধন্দহ উচ্চ বিদ্যালয়, আমোদপুর নিম্নমাধ্যামিক বিদ্যালয়, দিঘা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাউসা হেদাতীপাড়া দাখিল মাদ্রাসা, তেপুকড়িয়া আড়পাড়া ভোকেশনাল ইন্সটিটিউট, তেঁথুলিয়া পীরগাছা ভোকেশনাল ও বিএম কলেজ, আব্দুর রহমান সরকার বি এম কলেজ।
টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রাশেদ আহম্মেদ, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ জানান, ১৭ টি বিদ্যালয়ের ২৯৯৫ জন শিক্ষার্থী থাকলেও অনেকে ১৮ বছর পার হবার কারণে আগে টিকা গ্রহন করেছে। আবার অনেকে উপস্থিত হয় নি। ফলে ২৯৯৫ জনার কম টিকা গ্রহন করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলার ১৭টি বিদ্যালয়ের ২ হাজার ৩০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর