শিরোনাম
안전한 토토사이트 이용 가이드 উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে আনন্দ উল্লাসে প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ১৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ওসমানীনগরে আনন্দ উল্লাসে প্রার্থীরা নেমেছেন প্রতীক নিয়ে প্রচারণায়। আজ ১৪ জানুয়ারী ছিল প্রতীক বরাদ্ধের নির্ধারিত তারিখ। সকাল সাড়ে নয়টা থেকে উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে আসেন। নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা কর্মীদের নিয়ে আনন্দ উল্লাসে প্রচারণা শুরু করেন।

উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, ৮ইউনিয়নের মধ্যে গোয়ালাবাজার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক (ঘোড়া), আলীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া (নৌকা)। তাজপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী (মোটর সাইকেল), অরোনদয় পাল ঝলক (আনারস), এম ইউসুফ আলী (চশমা), সৈয়দ এনামুল হক (ঘোড়া), আ’লীগ প্রার্থী ফয়ছল হোসেন ভিপি সুমন (নৌকা)। উমরপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এইচএম রায়হান আহমদ (ঘোড়া), মোঃ আব্দুল হাকিম (মোটরসাইকেল), সুজাউর রহমান সুজা (আনারস), আ’লীগ প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (নৌকা)।

সাদীপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া (ঘোড়া), সাহেদ আহমদ ভিপি মূছা (নৌকা)। বুরুঙ্গাবাজার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোজাহিদুল ইসলাম (আনারস), সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান (চশমা), সমজুল হক আলকাছ (ঘোড়া), সুরমান হোসাইন (মোটর সাইকেল), আলীগ প্রার্থী আখলাকুর রহমান (নৌকা)।দয়ামীর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন ( মোটর সাইকেল), সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু (আনারস), মোঃ জমির আলী (ঘোড়া), উস্তার মিয়া (চশমা), আ’লীগ প্রার্থী মোঃ হিরন মিয়া (নৌকা)। পশ্চিম পৈলনপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই (ঘোড়া), গোলাম রব্বানী চৌধুরী সুমন (আনারস), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী প্রভাষক হাফিজ মাও. মুহাম্মদ জুবায়ের আহমদ (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী রাজন আহমদ (হাত পাখা), আ’লীগ প্রার্থী আব্দুল হান্নান (নৌকা)। উসমানপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ মিছবাহ (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান ময়নুলআজাদ ফারুক (আনারস), শাহ্ জাকির আহমদ (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জুবায়ের আহমদ (হাত পাখা), আলীগ প্রার্থী ওয়ালী উল্লাহ বদরুল (নৌকা) প্রতীক পান।

উল্লেখ্য তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছিল গত ৩ জানুয়ারী। বাছাই ৬ জানুয়ারী ,প্রত্যাহারের দিন ছিল ১৩ জানুয়ারী এবং প্রতীক বরাদ্ধ ১৪ জানুয়ারী। সবগুলো ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ইভিএম এর মাধ্যমে আগামি ৩১ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর