সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

পিকআপ ভ্যানের চাপায় মোটসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার মিলন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবা ও ছেলে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানান,শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিল। এ সময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

তিনি আরও জানান, বাবা ঘটনাস্থলে ও ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ সময় আহত হয়েছেন পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

নিহতরা হলেন-উপজেলার উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ইসলাম (৪৭) ও তার ছোট ছেলে আরমান ইসলাম (১৫)। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন নিহত করিমুল ইসলামের বড় ছেলে আরজুমান ইসলাম (২৪)।

পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর হোসেন মা বাবর মৃত্যর এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলযোগে বাবা ও দুই ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে করিমুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরমান ইসলাম মারা যান। পুলিশ ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর