শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

ফিনলে টি কোম্পানির সৌজন্যে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছে এসি।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশে সুনামধন্য চা উৎপাদনকারী  ফিনলে টি কোম্পানি সৌজন্যে শ্রীমঙ্গলে ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শীতাতপ যন্ত্র (এসি)উপহার দেওয়া হয়।

শনিবার (১৫জানুয়ারী)  দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.সাজ্জাদ হোসেন চৌধুরীর কাছে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহা-ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী এই উপহারটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ফিনলে টি কোম্পানির ধারাবাহিক সহযোগিতার জন্য ফিনলে টি কোম্পানির চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ফিনলে টি কোম্পানির পক্ষ থেকে চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী মহামারি সময়ে নানাভাবে সহযোগিতা করেছে। ইতোপূর্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার সহযোগিতা করেছেন বলে ব্যক্ত  করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর