রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

রামগঞ্জে খালপাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা খালপাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দরবেশপুর বালুয়া চৌমুহনী বাজার সংলগ্ন খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সত্তরোর্ধ্ব বয়সী ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন রামগঞ্জ থানা পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, বৃদ্ধ লোকটি ভবঘুরে। অনেকেই দেখেছেন রাতে তিনি বাজারে ঘোরাঘুরি করছেন। পরে সকাল বেলায় খালপাড়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, শীতে বা স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর