শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

৫ মাস পর মাটিরাঙ্গায় করোনা রোগী শনাক্ত এক।

মোঃ ফারুক হোসেন,মাটিরাঙ্গ(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

মাটিরাঙ্গা উপজেলায় নমুনা পরীক্ষায় নতুন করে একজন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শনিবার নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল আলম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আজ শনিবার(১৫ জানুয়ারী) মাটিরাঙ্গায় মোট নমুনা পরীক্ষা করা হয় মাত্র ০১ জনের। এতে এক জনের শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। তবে, পিসিআর পরীক্ষার জন্য কোনো নমুনা পাঠানো হয়নি। গত পাঁচ মাস মাটিরাঙ্গায় করোনা শনাক্ত ছিলো শূন্য।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন টিকা কার্যক্রম চলছে। যারা এখনো টিকা গ্রহণ করেনি দ্রুত সকলকে টিকার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর