রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

উল্লাপাড়ায় কবর থেকে মানুষের কঙ্কাল চুরি।

রিপোটারের / ৩৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ও রুয়াপাড়া গ্রামের সম্মিলিত কবরস্থানে এ ঘটনা ঘটে। সোমবার বাদ আছর নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী হালিমা খাতুনের (৭৬) লাশ দাফন করতে গিয়ে বিষয়টি নজরে পারে গ্রামবাসীর।

গ্রামবাসীর সূত্রে জানা যায়,নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় দুই বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবর খোড়া অবস্থায় পরে আছে। পরে বিষয়টি গ্রামের জনসাধারনের মনে সন্দেহ হলে খোড়া একটি কবর পিরোটা খুড়ে দেখা যায় কবরের ভিতরে মানুষের কঙ্কাল নাই।বাকি ১৫টি কবর খুড়ে দেখা যায় ওগুলোতেও লাশ অথবা কঙ্কাল নাই। এলাকাবাসীর ধারনা কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কঙ্কাল চুরি করে নিয়েছে।

এ বিষয়ে নাউমুড়ী রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার আমারজমিনকে জানান বিষয়টি জানার পর আমি কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরবর্তী সময়ে এ ধরনের কাজ করতে না পারে সে ব্যাপারে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান বিষয়টি জানার পরে এক জন মুসলমান হিসাবে মনে কষ্ট পেয়েছি। চোর চক্রের সদস্যদের উপর সংশ্লিষ্ট থানা পুলিশ কঠোর নজরদারি রয়েছে। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় আনার জোড় প্রচেষ্টা চালানো হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর