রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

নিজ সম্পত্তিতে ধান রোপণে বাধা দিয়ে মামলা-দিশেহারা কৃষক পরিবার।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ২৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার দক্ষিন কালিকাপুর গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য ও প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে কৃষক আব্বাস মিয়ার সম্পত্তিতে বোর ধান রোপনে বাধা দিয়ে উল্টো আদালতে মামলা দায়ের করায় কৃষক পরিবার দিশেহারা হয়ে পড়ছে।

২০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কৃষক পরিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান প্রতিকার চেয়ে বিভিন্ন আইন শৃংখলা বাহিনী ও গ্রাম্য মাতব্বরদের ধারস্থ হওয়ার পরেও ওই ইউপি সদস্য প্রকাশ্যে নির্বিগ্নে প্রতিনিয়ত গ্রামছাড়া ও প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে।

সুত্রে জানায়,উপজেলার দক্ষিন কালিকাপুর গ্রামের নুরুল ইসলাম জীবনদশা তার প্রবাসি পুত্র আব্বাস মিয়াকে ২০০৫ইং সালে ৩৬ শতাংশ সম্পত্তি রেজিঃ করে দেয়। ওই সম্পত্তিতে প্রতিবছরের ন্যায় এবারো বোরো রোপন করতে গেলে নবনির্বাচিত মেম্বার ফারুক হোসেন ও প্রতিপক্ষ মমিন উল্যাহ জমিনে উপস্থিত হয়ে অশ্লীল ভাষা গালমন্দ করে শ্রমিকদের রোপন কাজ বন্ধ করে জমিন থেকে তাড়িয়ে দেয়। সম্পত্তির পাশে বসবাসকারীরা বলেন,কৃষক আব্বাস মিয়ার পরিবার সম্পত্তি রেজিঃ করার কয়েক বছর পুর্ব থেকেই এই জমিনে বোরো চাষ করে আসছে।

কৃষক আব্বাস মিয়ার স্ত্রী জোসনা বেগম বলেন,মেম্বার ফারুক শপথ না নিতেই মমিন উল্যাহর সাথে গোপন চুক্তি করে আমার পরিবারকে গ্রামছাড়া ও প্রাননাশের হুমকি প্রদান সহ নানা হুমকি দিচ্ছে। বোরো রোপন বন্ধ করে ফারুক নিজেই আমার থেকে সমাধানের আশাসে এক লক্ষ টাকা দাবী করে আসছে। কৃষক আব্বাস মিয়া বলেন,মেম্বার ফারুক সম্পত্তি থেকে শ্রমিক তাড়িয়ে দেওয়ার পরে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

অভিযুক্ত মমিন উল্যাহ বলেন,আব্বাস মিয়া দলিল মুল্যে মালিক হয়ে দীর্ঘ কয়েক বছর সম্পত্তি ভোগ দখল করছে কি না আমার জানা নাই।

আদালতে মামলা করেছি সেখানেই সমাধান হবে। নবনির্বাচিত মেম্বার ফারুক হোসেন বলেন,মমিন উল্যাহ আদালতে মামলা করার পরে আমাকে জানালে আমি সমাধানের লক্ষ্যে বোরো রোপনে বাধা দিয়েছি। বর্তমান মেম্বার জহিরুল ইসলাম বলেন, নবনির্বাচিত মেম্বার ফারুক হোসেন শপথগ্রহন কিংবা দায়িত্ব না পেতেই কৃষক পরিবারকে হয়রানী করা সত্যেই দু:খজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর