রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

মাধবপুরে প্রাইভেটকারে গাঁজা বহনের সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে গাঁজা পরিবহন করে নিয়ে যাওয়ার সময় থানার পুলিশ তিনজন পাচারকারিকে আটক করেছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  হরষপুর তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির হোসেন এর নেতৃত্বে  একটি পুলিশ ফোর্স টিম উপজেলার নোয়াহাটি সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে হেফাজতে গুচ্ছিত থাকা ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক পাচারকারিকে আটক করে পুলিশ। এসময় নিষিদ্ধ মাদক পরিবহনের দায়ে প্রাইভেট গাড়িটিও জব্দ করা হয়েছে বলে আরো জানায় পুলিশ।
আটককৃত মাদক পাচারকারিরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মৃত জহির আলীর ছেলে কবির আহমেদ (৩৭) একই উপজেলার বরইছড়া গ্রামের আতিকুল ইসলাম এর ছেলে আকাশ (২০) ও মৃত আব্দুল খালেক এর ছেলে আতিকুল ইসলাম (৪৪)।
উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর