রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

রামগঞ্জে সড়ক ও জনপথ বিভাগ(সওজ)এর কোটি টাকার সম্পত্তি দখল।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ২১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

লক্ষীপুরের রামগঞ্জ পৌর শহরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের সোনালী ব্যাংকের পূর্বপাশে সড়ক ও জনপথ বিভাগ(সওজ)এর কোটি টাকার সম্পত্তি দখল করে নির্মাণ করা হচ্ছে আধা পাকা ইমারত।এর আগে ইমারত নির্মানবন্ধে স্থানীয় সরকার বিভাগ নিষেধাজ্ঞা জারি করেন।নিষেধাঞ্জা উপেক্ষা করে ইমারত নির্মান করার সর্বোস্থরে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সুত্রে জানায়,সোনালী ব্যাংকের পুর্বে জনপথ বিভাগের সম্পত্তিতে মাটি ভরাট করার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কাজ বন্ধ রাখতে নিষেধাঞ্জা জারী করে। কিন্তু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাহমুদ টাইলস’এর মালিক মাহমুদ মির্জা ওই স্থাপনা নির্মাণকাজ বন্ধ অব্যাহ রাখে।

এই ব্যাপারে মাহমুদ টাইলসের মালিক মো. মাহমুদ মির্জা জানান-আমি পৌরসভার সাতারপাড়ার মৃত পিংকু মিয়ার ছেলে মোঃ ফরিদের নিকট থেকে সম্পত্তি ক্রয় কওে ব্যবসা করার জন্য ইমারত নির্মান করেছি।

এই বিষয়ে মন্তব্য সংগ্রহের জন্য রামগঞ্জস্থ সড়ক ও জনপথ বিভাগের অফিসে কয়েকবা গিয়েও কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর