শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

নাজিরহাট মাদ্রাসার মুতাওয়াল্লি নির্বাচিত হলেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)।

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ২৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জামিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসায় মুতাওয়াল্লি নিযুক্ত হয়েছেন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম হযরত আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (দা.বা.)।
আজ রবিবার (২৩ জানুয়ারি২২) সকাল ১০টায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী (দা.বা.)এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে তিনি নতুন মুতাওয়াল্লি নির্বাচিত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন, আমিরে হেফাজত ও আজিজুল উলূম বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, ইসলামিক রিচার্স সেন্টার বসুন্ধরার পরিচালক মুফতি আরশাদ রহমানী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়জী, নানুপুর মাদরাসার পরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব, বিবিরহাট তালিমুদ্দীন মাদরাসার পরিচালক মুফতি ওসমান, মাওলানা ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য গত ২৯ নভেম্বর আল্লামা নূরুল ইসলাম জিহাদীর (রহ.)এর ইন্তিকালে এ পদটি শূন্য হয়। এই শূন্যপদ পুরণে প্রতিষ্ঠানটির পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী আজ শূরা কমিটির বৈঠক আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর