রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত ২৫ জানুয়ারি রাতে ৭৬টি ইয়াবাসহ দুজন আটকের একদিন পর ফের ৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ হাফিজদ্দীন ও পলাশ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার সময়  অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন রানীশংকৈল পৌরসভার ১নং ওয়ার্ড মুক্তাপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজদ্দীন (৪২) ও
৯নং ওয়ার্ড কুলিকপাড়ার বাচ্চু মিয়ার ছেলে পলাশ মিয়া।

এব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পৌরসভার মুক্তাপড়া গ্রামে হাফিজউদ্দিন এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনা হতে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ৪৭টি ইয়াবা ট্যবালেট ও মাদক বিক্রির ১৯০০ টাকা জব্দ করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান ৪৭ টি ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার সকালে তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‘উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সজাগ রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গত সোমবার (২৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৭৬টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন পৌর শহরের রাজবাড়ী দোশিয়া এলাকার মিঠুন ও পশ্চিম ভান্ডারার শাহ জামাল। ‘মিঠুন ও শাহ জামালকে পৌরশহরের রাজবাড়ী ফিরোজা মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।’

এ সময় শরীর তল্লাশি করে মিঠুনের কাছে ২২টি ও শাহ জামালের কাছ থেকে ৫৪টি ইয়াবা বড়ি জব্দ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর