শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

মোঃ শাহারিয়ার শাকিল,বড়লেখ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ / ৩৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কোভিড-১৯ এর উপসর্গ থাকায় গতকাল বুধবার (২৬ জানুয়ারি ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) মন্ত্রীর নমুনা নিয়ে টেস্ট করা হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) সকালে ফলাফল পজিটিভ আসে।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর কোভিডের উপসর্গ থাকায় বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা নিয়ে টেস্ট করলে বৃহস্পতিবার সকালে তার ফলাফল পজিটিভ আসে । মন্ত্রী বর্তমানে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। পরিবেশমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ইতঃপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ই আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর