সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারী আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার শাহপুর রেল স্টেশনের দক্ষিণে মাইলবাসা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের সুলতান মিয়া জানান, সকালে তিনি বোরো ধানের জমিতে কাজ করছিলেন। ওই সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনি ট্রেন ঢাকার দিকে যাওয়ার পথে হুইসেল বাজায়। হুইসেলের শব্দ পেয়ে তিনি তাকিয়ে দেখেন, এক নারী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে আশেপাশের শত শত লোকজন ভিড় জমায়। কিন্তু কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।
শায়েস্থাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর