শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রচন্ড শীত উপেক্ষা করে উল্লাপাড়ায় শুরু হয়েছে ইরি বোরো ধান চাষ।

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ২৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

প্রচন্ড শীত উপেক্ষা করে উল্লাপাড়ায় শুরু হয়েছে ইরি বোরো ধানের চারা রোপন। বেশিরভাগ স্থানে চাষীরা ব্রি ২৮ ও ব্রি ২৯ ধানের চারা রোপন করছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় এবছর ৩০ হাজার ২৪০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মূলতঃ ইরি বোরো ধানের চারা রোপন শুরু হয়েছে। চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের আতিকুল ইসলাম, সিয়াম, আব্দুল্লাহ, সজিব হোসেন, জানান, মৌসুমের শুরুতে ভালো দাম পাবার আশায় তারা শীত উপেক্ষা করে প্রথম পর্যায়ে তাদের অন্ততঃ ১৫ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে শুরু করেছেন। এদের ২০ বিঘা জমিতে সরিষার আবাদ রয়েছে। সরিষা উঠিয়ে সেই জমিগুলোতে ইরি বোরো ধান রোপন করতে আরো অন্ততঃ ১৫ দিন সময় লাগবে।

পূর্ব সাতবাড়ীয়া গ্রামের সানোয়ার হোসেন জানান, এবছর তিনি মোট ১২ বিঘা জমিতে ইরি বোরো ধানের চাষ করবেন বলে ঠিক করেছেন। ইতোমধ্যেই পতিত থাকা ৪ বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বোরো ধানের চারা রোপন করেছেন। অবশিষ্ট জমিতে সরিষা উঠিয়ে ধানের চারা লাগাতে পুরো ফেব্রæয়ারি মাস লেগে যাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এবছর উল্লাপাড়ায় মোট ৩০ হাজার ২৪০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এসব জমি থেকে ১ লাখ ৩২ হাজার ৫৮০ মেট্টিক টন ধান উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর