বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া দশ প্রজাতির বণ্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত।

মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ৩৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-৬’র অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া দশ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে র‍্যাব,কোস্ট গার্ড ও বনবিভাগ।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান,গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর,সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী জব্দ করে র‍্যাব-৬ এর সদস্যরা। জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল,১টি সজারু,২টি বানর,১টি গন্দগোকুল,১টি অজগর,২টি গোখরা সাপ,২টি ধুসর বক,৬ টি ডাহুক পাখি,১টি পানকৌড়ি ও ৯ টি সুন্ধি কচ্ছপ।

এ প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন,র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,অবৈধ ভাবে একটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর