শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় হালকা ও ভারী বৃষ্টিপাতে সরিষার ব্যাপক ক্ষতির সম্ভবনা।

মোঃ রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ / ৪৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদিন হালকা ও ভারী বৃষ্টিপাতে সরিষার ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে এক টানা সারাদিন ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় কৃষি বিভাগ ধারণা করছে। বৃষ্টিতে প্রায় ২ হাজার ৪০ হেক্টর জমির পাকা সরিষা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা আজমল হোসেন জানান, উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার এবার বাম্পায়ার ফলন হতো। মাঠে মাঠে সরিষা পাকা ও আধাপাকা অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই জমি থেকে পাকা সরিষা উঠানো শুরু করেছে কৃষক। আগামী ২ সপ্তাহের মধ্যেই জমি থেকে সরিষা তোলা শেষ হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অসময়ে এই বৃষ্টিপাতের কারণে জমি থেকে সরিষা কৃষক সুষ্ঠু ভাবে ঘরে তুলতে পারবে কি-না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

কৃষক মোঃ আনোয়ার হোসেন জানান, এই বৃষ্টি ও ভারী বর্ষণে জমিতে রবি শষ্য সরিষার ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান। প্রায় ৪০ ভাগ জমিতে সরিষা পেকে জমিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর