শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

শরনখোলায় ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ / ২৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

শরনখোলায় ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ তারেক হাওলাদার (৪০) ও রুবেল আহম্মেদ (৩২) নামের শীর্ষ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩ টার সময় উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় এলাকায় শরণখোলা থানা পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে সাত পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার  করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রজু করে আজ রবিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর