মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুরে একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজল (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক শুভ দে’র নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম পৌর শহরে ৩ নং ওয়ার্ডে কাজল মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সে মাধবপুর পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের মৃত আব্দুল খালেক এর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাম্মদ আব্দুর রাজ্জাক আমারজমিনকে বলেন,কাজল বিজয়নগর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে অনেক দিন ধরে পালিয়ে ভেড়াচ্ছিলো। তার বিরুদ্ধে আরোও একটি ওয়ারেন্ট ভূক্ত মামলা রয়েছে। আসামি কাজল কে গতকাল রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 286