ছাতকে প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার।
সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভুইগাঁও গ্রামে কয়েকটি প্রবাসীর বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার আব্দুল কাইয়ুম (৪৮) কে আটক করা হয়েছে।সোমবার রাতে স্থানীয়রা দাওয়া করে একজন কে আটক করে।
সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর ছেলে। একইদিন বিকেলে পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ তাকে কারাগারে পাঠানো হয়েছে। ডাকাত সর্দার কাইয়ুম আটকের খবরে এলাকায় স্বস্থি ফিরেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাত সর্দার আব্দুল কাইয়ূম সোমবার শেষ রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বেশ কয়েকটি প্রবাসীর বাড়ীতে দলবল নিয়ে ও ধারালো অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় তাদের গরু ঘরের তালা ভাংঙ্গার সময় স্থানীয় এক যুবক দেখতে পায় পরে সুরচিৎকার শুনে ডাকাতরা পালানোর সময় একজন কে আটক করেন স্থানীয়রা। ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র ঘটনাস্থলে রেখেই পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার আব্দুল কাইয়ূমকে আটক করে ছাতক থানা পুলিশের সুপ্রর্দন করেন এলাকাবাসী।
এসময় বেশ ডাকাতি করার জন্য ব্যবহারের বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
থানায় ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে প্রায় ১৪/১৫টি চুরি, ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ ও অন্যান্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার সহযোগী ডাকাতদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।