বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

শিক্ষক হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক / ৪৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষক হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।


সিরাজগঞ্জের শাহজাদপুরে নজরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে হত্যার অপরাধে রুহুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরোও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায় নিহত নজরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চন্দ্রগাঁতী গয়হাট্রা আলিম মাদ্রসার আরবি বিষয়ক সিনিয়র শিক্ষক। তিনি পার্শবতি শাহজাদপুরের চর নবীপুর খেয়াঘাট পার হয়ে নিয়মিত মাদ্রসায় যাতায়াত করতেন।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় আসামী রুহুল কুদ্দুসের সাথে কথা কাটাকাটি হয়। পরে সে ২ হাজার ৫’শ টাকা ক্ষতিপূরণ দাবি করে। এই জেরে ওই বছরের এপ্রিল মাসে উভয়ের মধ্যে পুনরায় দ্বিতীয় বার আবার কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে শিক্ষক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।সে আদালতে ঘটনার সত্যতার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। মামলায় ১৯ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় প্রদান করে বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর