শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

নাটোর গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন।

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধিঃ / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নাটোর গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন।


নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কাটাছেঁড়া ছাড়াই ল্যাপকল (লাপারস্কপি) মেশিনের মাধ্যমে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস।বুধবার সকাল ১০টায় এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃমুজাহিদুল ইসলাম, সার্জন ডা. মোঃ রাজিবুল ইসলাম, ডা. মোঃ সোহরাব হোসেন সম্রাট, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী আককাছ প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অপারেশনের পরের দিনই রোগী বাড়ি ফিরে যেতে পারবেন। তাছাড়া অপারেশনের পরে ব্যথা কম হয়। সাধারণ অপারেশনের তুলনায় ওষুধপত্রের খরচ কম এবং হাসপাতালে কম সময় থাকতে হয়।

জানা যায়, এই অপারেশন থিয়েটার এর প্রথম রোগী আরিফা বেগমের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর