মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৯ই ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টিম মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার হতে ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ১২(বার)কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলোঃ- সমীর হোসেন মীর এর ছেলে মোঃ নাঈম হোসেন মীর(২১) ও আফরোজ আলী মীর এর ছেলে মোঃ লিটন আলী মীর(২২)।
হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা ব্রিফিংয়ে জানান,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 282