বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা,০৩ কোটি টাকার উপকরণ জব্দ।

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ৪০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা,০৩ কোটি টাকার উপকরণ জব্দ।

চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র্যাব ৭ চট্টগ্রাম। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি২২) সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালানো হলেও র‌্যাবের পক্ষ থেকে
আজ  শনিবার (১২ ফেব্রুয়ারি২২) বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় কামাল (৫০) ও মামুন (২৪) নামে দুই জন পালিয়ে গেছেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের  হুনাছড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, চক্রটি দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরে তা চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। জব্দ চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। পলাতক দুই আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর