শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

মোংলায় উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন।

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ / ৩৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মোংলায় উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন।


মোংলায় রূপান্তরের বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (এসসিআরইএএম) প্রকল্পের আওতায় বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় ট্রেনিং সেন্টারে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের অবহিতকরণ ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রূপান্তরের স্ক্রিম প্রকল্পের বাগেরহাট জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু’র সভাপতিত্বে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

রূপান্তরের ক্রেইন প্রকল্পের উপজেলা ম্যানেজার বিপাশা রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ।

অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের স্ক্রিম প্রকল্পের উপজেলা ম্যানেজার সুনিতী রায়।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর