সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত।

মোঃ আজিজুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ৪০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত।


সিরাজগঞ্জের পৌরএলাকার চর রায়পুর এলাকায় কাটাখালি ব্রিজ সংলগ্ন আব্দুর রহমান (৩০) নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীদের ধারালো অস্ত্র দিয়ে খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এই হত‌্যার কান্ডর ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ‌সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামের ব্যবসায়ী সুজাব আলীর ছেলে। আব্দুর রহমানের বোনজামাই আবু হানিফ বাবু বলেন, আব্দুর রহমানের কোনির নিচে হা‌রের পাজ‌রে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাথে সাথে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এ‌লে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, নিহত আব্দুর রহমান কি কারণে খুন হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর