সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

নাগরপুরে রাস্তায় বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ।

মোঃ আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টার। / ৬৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নাগরপুরে রাস্তায় বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ।


টাংগাইলের নাগরপুরে চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন বলেন,গত ১০ ফেব্রুয়ারী প্রতিপক্ষ মোঃ মঙ্গল মিয়া,মোঃ এরশাদ গং জোরপূর্বক আমাদের চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে।

রাস্তাটি আমাদের নিজস্ব জায়গায় হওয়া সত্বেও আজ আমরা তিনটি পরিবার অবরুদ্ধ।এছাড়া প্রতিপক্ষরা আমাদের খুন জখমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি।এ বিষয়ে ভুক্তভোগী হামেদ বেপারী জানান,আমরা ১২/১৫ টি গরু লালন পালন করি।রাস্তাটি আটকিয়ে দেওয়ার কারণে গোখাদ্য আনা নেয়া সহ গরুগুলোকে বাহিরে নিতে পারছি না।ফলে খাদ্যের অভাবে গরুগুলো যেকোন সময় মারা যেতে পারে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এএসআই রাশেদ জানান,জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে টাংগাইল জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা জারি করেছে।
এ ব্যাপারে সহবতপুর ইউপি চেয়ারম্যান বলেন,বিষয়টি নিয়ে শালিসী বৈঠক হলেও সমাধান করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর