শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

সাভারে টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়-স্বাস্থ্যকর্মিসহ আহত ১০।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সাভারে টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়-স্বাস্থ্য কর্মিসহ আহত ১০।


ঢাকা সাভার উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিতে আসা মানুষের প্রচণ্ড ভিড়ে মোট ১০ জন আহত হয়েছে।

বুধবার ( ২৩ ফেব্রুয়ারি ) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মীও রয়েছে।
ভিড়ের কারণে টিকাদান কার্যক্রমে হিমশিম খেতে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা নিতে প্রত্যাশীদের মৃদু লাঠিচার্জ করে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায় – সরকারের পক্ষ থেকে নিবন্ধন ছাড়া টিকা নেয়ার ঘোষণা শুনার পর মানুষ উৎসাহ উদ্দীপনায় জন্মসনদ নিয়ে টিকা নিতে আসে । এই কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান কেন্দ্রে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সকাল থেকে কয়েক হাজার টিকা প্রত্যাশী মানুষের ভিড় করতে দেখা যায়।

গার্মেন্টস কর্মীদের সংখ্যা ছিল বেশী। তবে অতিরিক্ত ভিড়ের কারণে দুপুর সাড়ে ১২ টার পর থেকে টিকা কেন্দ্রে দস্তাদস্তির ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান-দিন শেষে এক দিনে ১৮ হাজারের বেশী টিকা দেয়া হয়। টিকা নিতে আসা কাউকে ফিরিয়ে দেয়া হয়নি।

টিকা প্রত্যাশী ফারজানা বলেন-আমি অনেক আগে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু কোনো মেসেজ আসেনি। তাই মেসেজ ছাড়াই আজ টিকা নিতে এসেছি। তবে এতো মানুষের চাপে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন – এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ টিকা নিতে এসেছে। যেহেতু টিকা নিতে এখন রেজিস্ট্রেশন আইডি কার্ড লাগেনা সেহেতু হাজারো মানুষ এসেছে। এতো মানুষ হলে বিশৃঙ্খলা একটু হবেই। ধাক্কা-ধাক্কীতে আমাদের ৪ কর্মী আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর