সোমবার, ০৫ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন

কানাইঘাট উপজেলা স্কাউটের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত।

মোঃ মিজানুর রহমানকানাইঘা(সিলেট)প্রতিনিধিঃ / ৩৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

কানাইঘাট উপজেলা স্কাউটের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত।


কানাইঘাট উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্কাউট এর বিশেষ কাউন্সিল-২০২২ শনিবার দুপুর ২টা সময় অনুষ্ঠিত হয়।কানাইঘাট উপজেলার স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন্ত ব্যানার্জী’র সভাপতিত্বে এবং উপজেলা সম্পাদক মোঃ ইয়াহইয়া ও স্কাউট লিডার হারুন আহমদ এর যৌথ পরিচালনায় উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট এর স্কাউটস ব্যাক্তিত্ব কমিশনার মাষ্টার মামুন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সহ-সভাপতি মাষ্টার মোঃ জারউল্লাহ,উপজেলা স্কাউটের ভারপ্রাপ্ত কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব গোপাল চন্দ্র সূত্রধর।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্কাউটের সহ সম্পাদক জাহেদ হোসাইন রাহিন এবং গীতা পাঠ করেন উপজেলা স্কাউটের সহযোগি সদস্য মাষ্টার মিলন কান্তি দাস।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সম্পাদক ও কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইয়াহইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সহ কমিশনার প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, প্রধান শিক্ষক সাজিদ মিয়া, আব্দুল লতিফ চৌঃ,নায়লা আক্তার, বুলবুল আহমদ,সাবেক সম্পাদক মখলিসুর রহমান,খাজা আজির উদ্দিন,বদরুল আলম উজ্জ্বল, মোঃ শাহাব উদ্দিন, শ্যামল চক্রবর্তী,পঙ্কজ চন্দ। এছাড়া আর উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সকল কাউন্সিল স্কাউট/ কাব স্কাউট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন (গ্রুপ কমিটির সভাপতি) ও ইউনিট লিডার সহ শিক্ষকগন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধরকে উপজেলা স্কাউটের নতুন কমিশনার সুপারিশ এর মাধ্যমে নিয়োগ করা হলো।এছাড়া আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কানাইঘাটে স্কাউট সমাবেশ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।এছাড়া আসন্ন স্কাউট সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর