শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

মাধবপুরে গণটিকা গ্রহণ করতে মানুষের উপচেপড়া ভিড়।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ৩০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মাধবপুরে গণটিকা গ্রহণ করতে মানুষের উপচেপড়া ভিড়।

হবিগঞ্জের মাধবপুরে করোনা ভ্যাকসিনের  গনটিকা গ্রহণ করতে মানুষের উপচেপড়া ভিড়। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি ) উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

দেশের ৭০ ভাগ মানুষকে টিকাদান সম্পন্ন করতে দেশব্যাপী  ১ দিনে নতুন করে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনা সরকারের টার্গেট সম্পন্ন করতেই  এই টিকাদান কর্মসূচির উদ্দ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
আজ এ গনটিকা কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলার ২২হাজার ডোজ টিকার লক্ষ্য করা হলে মোট ২০ হাজার ১শ ৩৬ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।
এর মধ্যে ১৮ বছরের কম বয়সীদের ফাইজার ও ১৮ বছরের উর্ধ্বে সবাইকে সিনোফার্ম টিকা দেওয়া হয়।বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে যে সুষ্ঠ ভাবে টিকা কর্মসূচি পালিত হয়েছে। টিকা নিতে আসা সুমন বলেন কাগজ পত্র জটিলতার কারণে টিকা দেওয়ার সুযোগ হয়নি আজ টিকা নিতে পেরে খুব ভালো লাগছে।
উপজেলায় টিকাদান কর্মসূচি সফল করার জন্য ব্যপক হারে প্ররচনা করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসতিয়াক মামুন।
তিনি আরো বলেন দেশে ৭০ ভাগ টিকা সম্পন্ন করার লক্ষ্যে ১কোটি টিকার টার্গেট অনুযায়ী আগামী ১ মার্চের মধ্যে মাধবপুর উপজেলায় ৭০ভাগ টিকা লক্ষ্য অর্জনে ২২ হাজার ডোজ টিকার টার্গেট করা হলেও সারা দিনে ২০ হাজার ১শ ৩৬ ডোজ টিকা প্রদান করা হয়েছে। অত্র উপজেলার বিভিন্ন ওয়ার্ডে মোট ৪৩ টি কেন্দ্রে ১২৯ জন স্বাস্থ্যকর্মী ও ১২৯ স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।
 তবে এ কর্মসূচির মাধ্যমে মাধবপুর উপজেলায় মোট জনসংখ্যার ৬৮ ভাগ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর