শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য বিমান ক্রয় করা হচ্ছে বিমান প্রতিমন্ত্রী  মাহবুব আলী।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য বিমান ক্রয় করা হচ্ছে বিমান প্রতিমন্ত্রী  মাহবুব আলী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, দেশের উৎপাদিত সবজি বিদেশে দ্রুত রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে। যাতে কৃষকরা উৎপাদিত পন্য দ্রুত রপ্তানি করেবৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। গত বছর দেশে উৎপাদিত পান রপ্তানি করে ১ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়েছে।
দেশের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি রোববার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় উল্লেখিত বক্তব্য রাখেন।
সভায় এলজিইডি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রকল্প, সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বিতরণ সহ মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ,  নৃগোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল এবং গ্রাম পুলিশের মধ্যে পোশাক বিতরণ করনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম, ফারুক আহম্মেদ পারুল, মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, আওয়ামীলীগ সহসভাপতি মোঃ জাহেদ খান, প্রচার সম্পাদক এরশাদ আলী,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান,মিজানুর রহমান,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, মোঃ আইয়ুব খান প্রমুখ।
সভা শেষে মহিলা অধিদপ্তরের আওতায় আয় বর্ধন প্রকল্পের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও প্রত্যেককে ১২ হাজার টাকা করে এবং সমাজ সেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্রের ১৩টি দলের ৩৯ জনের মধ্যে ৬ লাখ ৩৫ হাজার টাকা ও নৃ-গোষ্ঠীর ২০ জন ছাত্রীর মধ্যে ২০টি বাইসাইকেল এবং গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ করেন। তিনি এলজিইডির ৬টি প্রকল্পের উদ্বোধন, ৩টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দুটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর