শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে মন্ত্রীসভায় আইনের খসড়া অনুমোদন।

মোঃ মাহবুল আলম,স্টাফ রিপোর্টারঃ / ৩৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে মন্ত্রীসভায় আইনের খসড়া অনুমোদন।


নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।সেই সাথে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ও অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৮ ফেব্রুয়ারি,সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন আছে, তা অনুসরণ করেই নতুই এ আইন হচ্ছে।

প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে এই আইনটি আনা হয়। এখানে ৫৬টি ধারা হয়েছে। অন্যান্য আইনের মতই।

অন্য সব বিশ্ববিদ্যালয়ের মত রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, তিনি একজন স্বনামধন্য শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দু-জন থাকবেন উপ-উপাচার্য, একজন থাকবেন ট্রেজারার। তারা দেখাশুনা করবেন।”

এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সেখানেও একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে। খসড়া আইনে বলা হয়েছে, কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য এ বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি করে নিতে পারবে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনেও এ বিষয়গুলো থাকবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেটি করা হবে। এই আইনটিও সেইম, একই জিনিস।”

তবে বিশ্ববিদ্যালয়টি নওগাঁর কোথায় স্থাপিত হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।কিন্তু নওগাঁ বাসীর দাবি নওগাঁ সদরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর