শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

চরফ্যাশন বেগম রহিমা ইসলাম কলেজে নবীন বরন অনুষ্ঠিত।

মোঃ মামুন হোসাইন,ভোলা প্রতিনিধিঃ / ৩৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

চরফ্যাশন বেগম রহিমা ইসলাম কলেজে নবীন বরন অনুষ্ঠিত।


ভোলার চরফ্যাশন উপজেলাধীন শশীভুষন বেগম রহিমা ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ মার্চ কলেজের ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শরিফুল আলম সোয়েব সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলাল,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,গভর্নিং বডির সদস্য,ইব্রাহিম কাজী,মোস্তফা কামাল,জহিরুল ইসলাম পন্ডিত,আবুজাহের মিয়াঁ।

আমন্ত্রিত অতিথি শশীভুষন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীন শিক্ষার্থীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর