সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে পুলিশ সদস্য এস আই নুর ইসলাম এর লাশ উদ্ধার।

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগারী( রাজশাহী) প্রতিনিধিঃ / ২৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

গোদাগাড়ীতে পুলিশ সদস্য এস আই নুর ইসলাম এর লাশ উদ্ধার।


রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এস আই নুর ইসলাম(৪০)এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে তার লাশ পড়ে ছিলো।নিহত এস আইয়ের নাম নূর ইসলাম (৪০)।তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের রামেক হাসপাতলে মর্গে প্রেরণ হয়।
রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটিও পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এস আই নূর ইসলাম গাছের সাথে ধাক্কা লাগে।এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়।

‘তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর