শিরোনাম
সরকারি সম্পত্তি(বিলে)মাটি কাটায় বাধা গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা, আহত ৩। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।

মোঃ সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।


লক্ষ্মীপুর জেলাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে অতিথিরা তাদের হাতে অর্থ তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্ববধানে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী ও সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম৷ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা সাইফুল হাসান পলাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি৷ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। তারা আমাদের অনুপ্রেরণা৷ ২০৪১ইং সালে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরামর্শ অত্যন্ত প্রয়োজন। শেখ হাসিনা সবসময় মুক্তিযোদ্ধদের গুরুত্ব দিচ্ছেন। সরকারি ভাতার মাধ্যমে তাদেরকে তিনি সম্মানিত করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর