শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

মোঃ ফজল উদ্দিন, ছাতক(সুনামগঞ্জ )প্রতিনিধি। / ১৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

 


ছাত‌কে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের অতর্কিত হামলায় আহত হয়েছেন সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শহিদুল ইসলা‌ম (৩০)। এ ঘটনার প্রতিবা‌দে গত বুধবার রাতে কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আ‌গিজালসহ ৪ গ্রামবা‌সীর উ‌দ্যোগে গত বুধবার রা‌তে কৈতক সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে এক প্রতিবাদ সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

প্রভাষ‌কের উপর এই অতর্কিত হামলার ঘটনায় দেশ-বি‌দে‌শে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে হামলাকারী‌দের বিরুদ্ধে শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে মন্তব‌্য ক‌রে‌ছেন উপ‌জেলার শি‌ক্ষিক সমাজ ও শিক্ষার্থীসহ সচেতন মহল।গত বুধবার বিকা‌লে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলে‌জের পাঠদান শেষে নিজ বাড়িতে যাওয়ার সময় প্রতিষ্ঠান সংলগ্ন সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কের পৌছামাত্র এই অতর্কিত হামলার ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে ফয়েজ আহমদ প্রায়ই সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সাম‌নে ব‌সে ছাত্রী‌দের স‌ঙ্গে ইভটিজিং কর‌তো। এ ঘটনা দেখার পর প্রতিবাদ ক‌রেন
আগিজাল গ্রামের শফিকুল ইসলামের পুত্র,এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক শহিদুল ইসলা‌ম। এ ঘটনার বিরোধ ‌নি‌য়ে কিছুদিন পূর্বে কৈতক হাসপাতা‌লের অবসরপ্রাপ্ত ডাঃ না‌সির উ‌দ্দি‌ন ভুইঁয়া’র চেম্বা‌রে রোগীর সি‌রিয়াল নি‌য়ে জাউয়া গ্রামের মৃত আমির আলীর পুত্র ফ‌য়েজ আহম‌দ ও আ‌গিজাল গ্রা‌মের প্রভাষক শহিদুল ইসলা‌মের (৩০) কথাকা‌টি জেরে দু’জ‌নের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটে। তাৎক্ষ‌নিক স্থানীয়রা ফ‌য়েজ আহম‌দ ও শহিদুল ইসলা‌মের ম‌ধ্যে তুচ্ছ বি‌রোধটি নিষ্পত্তি ক‌রে দেন।

এ ঘটনার জেরে ফ‌য়েজ আহম‌দের নেতৃ‌ত্বে ৪ জন মিলে পূর্বপরিকল্পিতভা‌বে প্রভাষক শহিদুল ইসলা‌মের (৩০) উপর দেশীয় ধারালো অস্ত্রসহ প্রাণে মেরে ফেলার জন্য অত‌র্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।প্রভাষক শহিদুল ইসলা‌মের চারদিক ঘেরাও করে বেধড়ক মারপিট করে সিলেট-সুনামগঞ্জ সড়কে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।স্থানীয়রা প্রভাষক শহিদুল ইসলা‌মকে আহত অবস্থায় ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে কৈতক হাসপাতা‌লে ভ‌র্তি করেন। সেখা‌নে তার অবস্থায় অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌কে সি‌লেট এম এ জি ওসমানী মে‌ডিক‌েল ক‌লেজ ও হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়ে‌ছে।গত বুধবার রা‌তে আহতের বাবা শ‌ফিকুল ইসলাম বাদী হ‌য়ে জাউয়া গ্রামের মৃত আ‌মির আলী’র পুত্র বখাটে ফ‌য়েজ আহমদ‌কে প্রধান ও তার সহ‌যো‌গি জু‌নেদ আহমদ,রা‌সেল আহমদ,হাসান আহমদসহ ৪ জ‌নকে আসামী ক‌রে থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

এ ব‌্যাপা‌রে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমদ আলী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে ব‌লেন, বিদ‌্যাল‌য়ের ছাত্রী‌দের প্রতি‌নিয়ত ইভটিজিং ক‌রে আস‌ছে এই বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ করায় প্রভাষক শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা
চালায় সন্ত্রাসীরা।

এ ব‌্যাপা‌রে ও‌সি মাহবুর রহমান এই ঘটনায় মামলার দায়ের এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,হামলাকারী‌দের গ্রেপ্তা‌রের অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর