সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

স্টাফ রিপোর্টারঃ / ২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের মামলাবাজ লম্পট ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। রোববার দুপুরে গ্রামটিতে বিক্ষুব্ধ গ্রামবাসী আধাঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করে।

কর্মসূচিতে সাবেক ইউপি মেম্বর শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক আবুল কালাম আজাদ, মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠান্ডু মিয়া, গৃহবধু বন্যা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উল্লাপাড়া প্রত্যন্ত আগদিঘল গ্রামের বাসিন্দা সরকারী চাকুরিচ্যুত আব্দুল আলীম গত ৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বাস করছে। এরপর থেকে তিনি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নারীর সম্ভ্রমহানীর চেষ্টা থেকে শুরু করে মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মাঝে-মাঝে মিথ্যা মামলা দিয়েও হয়রানী করছে নিরাপরাধ মানুষকে। বর্তমানে তার কাছে গ্রামবাসী জিম্মী হয়ে পড়েছে। আমরা তার বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে সরকারী ভাবে দ্রুত ব্যবস্থা নেবার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

পরে গ্রামের শতাধীক নারী-পুরুষ ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, এই গ্রামের লোকজন আমাদের নানা ভাবে অত্যাচার করে চলেছে। তাই দোষীদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তুলে নেবার জন্য তারা নানা ভাবে চাপ দিচ্ছে। তাদের কথা না মানায় তারা ঐ কর্মসুচি করেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, দুই পক্ষের মধ্যে একটি মামলা নিয়ে দ্বন্দ্ব চলছে। গ্রামবাসী মানববন্ধনে যে অভিযোগ করেছে তা ক্ষতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর